
দেবপ্রসাদ অধিকারী ঃ কলকাতা , ২১ জুলাই ঃ একুশের মঞ্চ থেকে সরাসরি বিজেপি কে আক্রমণ করতে ছাড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ২০২৪ এর নির্বাচনে বিজেপি সন্দেশখালি তে যে চিত্রনাট্য তৈরি করেছিল সেটা বুমেরা হয়ে ফিরেছে। চিত্রনাট্যের সমস্ত চরিত্র প্রকাশ্যে চলে এসেছে। যার কারনে বিজেপি বাংলা থেকে ধুয়ে মুছে গেছে। বিজেপি নির্বাচনের সময় সন্দেশখালিতে যেভাবে মদের ফোয়ারা বসিয়েছিল তাতে হিসেব করলে দেখা যাবে প্রায় 40 কোটি টাকা মদ বাবদ খরচ করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের মাথায় বাড়ির ছাদ তুলে দেওয়ার চেষ্টা করেছে। বিজেপির ইডি সিবিআই এর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল। যার কারণে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। মানুষের কাছে তৃণমূল এর জন্য সব সময় মাথা নত করে এসেছে আগামী দিনেও মাথা নত করেই থাকবে। বিজেপি মিথ্যাচারে বিশ্বাস করে। মানুষ বিজেপির মিথ্যাচারকে ধরে ফেলেছে। যার কারনে ঢেলে তৃণমূলকে ভোট দিয়েছে।
তিনি এদিন বলেন হিসেব করলে দেখা যাবে দেশের তৃতীয় ব্রিহত্তম দল বিজেপি ।
এদিন তিনি আরো বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা যে টাকা বাকি আছে তৃণমূল নিজ দায়িত্বে প্রাপকদের কাছে পৌঁছে দেবেন। তৃণমূল যে কথা দেয় সে কথা রাখে তিনি আবারও স্মরণ করিয়ে দেন।
দলের নেতাকর্মীদের তিনি সতর্ক করতে গিয়ে বলেন যারা দল থেকে চলে গিয়েছিলেন আবার দলে ফিরেছেন তাদের ছড়ি ঘোরাতে দেওয়া হবে না।
লোকসভা নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যে এলাকায় তৃণমূলের ফলাফল খারাপ হয়েছে এবং সেখানে তৃণমূলের যে নেতৃত্ব ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মনে করবেন না যে তাদের রেহাই দেওয়া হবে। মানুষ তৃণমূলকে ভালবাসে তাই তৃণমূলকে ভোট দেয়। নেতাদের গাফিলতি কোনভাবে বরদাস্ত করবে না তৃণমূল।