
অঞ্জন চট্টোপাধ্যায়,ওঙ্কার বাংলা: ইডেনে পিলপিল করে ঢুকছেন জেলা থেকে আসা তৃণমূলের কর্মী সমর্থকরা। নজির বিহীনভাবে ২১শে জুলাই- এর আগের দিন তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সের গেট খুলে দেওয়া হয়।
বিষয়টি দেখার পর হতবাক হয়েছেন বাংলার ক্রীড়াপ্রেমী মানুষেরা। কার নির্দেশে আচমকা গেট খুলে দেওয়া হলো, সে বিষয়ে উঠেছে প্রশ্ন। এই তৃণমূল সমর্থকরা তাঁবু খাটিয়ে ছিলেন ইডেনে। রান্না করে খাওয়া দাওয়াও করলেন।
এ বিষয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এদিকে সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস কে প্রসঙ্গে প্রশ্ন করলে ‘সভাপতি বলতে পারবেন’-বলে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি। কিন্তু এক্ষেত্রে একটি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এ বছরই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ। যার মধ্যে ইডেন বিশ্বকাপের ৫ টি ম্যাচ পেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে মাঠে যদি কোন ধরনের অঘটন ঘটে তবে তার দায় কে নেবে? উঠেছে সেই প্রশ্ন।
আরো একটি প্রশ্ন উঠছে, তাহলো একুশে জুলাই এর জন্য যদি এভাবে ইডেনের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়, তাহলে অন্য দলও কি সেই সুবিধা পাবে? যদিও এই প্রশ্নেরও কোন উত্তর মেলেনি।