
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ শুক্রবার তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ শুরু কিছু আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সন্দেহভাজন ব্যক্তি আটক। ভোজালি, আগ্নেয়াস্ত্র মাদক-সহ ওই ব্যক্তি আটক করে কলকাতা পুলিশ।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশ লেখা বোর্ড লাগান কালো গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন ওই ব্যক্তি। সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাঁকে। ওই ব্যক্তি পুলিশ লেখা পরিচয়পত্র দেখান, পরিচয়পত্র নকল বলে সন্দেহ পুলিশের। তাঁকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, আটক হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পুলিশ লেখা গাড়িটি শেখ নূর আমিন নামে এক ব্যক্তির নামে রেজিস্ট্রার করা। নূর পশ্চিম মেদিনীপুরের আলিগঞ্জ কসাইপাড়ার বাসিন্দা। কী উদ্দেশ্য নিয়ে ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন, তা জানার চেষ্টা করেছে পুলিশ।