
প্রতীতী ঘোষ, উত্তর ২৪ পরগনা : জেলায় জেলায় বাতিল আধার কার্ড। লোকসভা ভোটের আগে হঠাৎ আধার কার্ড বাতিল হওয়াতে বিচলিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এই আতঙ্ক কাটাতে এবার গ্রামে গ্রামে ঘুরে মানুষকে আস্বস্ত করছে তৃণমূল নেতৃত্ব। শুক্রবার উত্তর ২৪ পরগণার গাইঘাটা ব্লকের চিকনপাড়া এলাকায় যাদের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে সেই সমস্ত মানুষের বাড়িতে যান বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস, জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সাধারণ মানুষদের পাশে থাকার আশ্বাস দেন তারা। পাশাপাশি তাঁরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যত দিন আছেন তাদের কেউ তাড়াতে পারনে না। ফলে আতঙ্কিত হবেন না। পাশাপাশি এই এলাকায় আধার কার্ড বাতিলের চিঠি আসা মানুষদের নিয়ে বৈঠক করেন। কেন্দ্রের সরকারকে তীব্র আক্রমণ করে বিশ্বজিৎ দাস বলেন, ১০০ দিনের টাকা আগেই বন্ধ করে দিয়েছে। এবার আধার বাতিল করে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে মোদি সরকার।
তৃণমূলের এই বাড়ি বাড়ি অভিযান নিয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, টিকিটের জন্য দৌড়ে বেড়াচ্ছে। আধার কার্ড কেন্দ্রীয় সরকারের আওতায়। সব কার্ড আবারও সক্রিয় হয়ে যাবে, আশ্বাস কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর।
উল্লেখ্য, হঠাৎ এভাবে আধার কার্ড বাতিল হওয়াতে উদ্বেগে সাধারণ মানুষ। এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়। তিনি বলেছিলেন, স্থানীয় বিজেপি অফিসে গেলেই আধার সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে, তাঁদের বিকল্প কার্ডের ব্যবস্থা করবে রাজ্য সরকার। রাজ্য-কেন্দ্রের এই টানাপোড়েনে বিচলিত সাধারণ মানুষ।