
নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল মুরলী ধর সেন লেন। রাজ্য বিজেপির দফতরের বাইরে বিক্ষোভ আপ কর্মী সমর্থকদের। শুক্রবার সকালে বিজেপি রাজ্য দফতর মুরলীধর সেন লেনের সামনে বিক্ষোভ দেখায় তাঁরা। আপ সমর্থকদের বিক্ষোভের পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এরপরই হটাত হাতাহাতিতে জড়ায় দুই দলের কর্মী সমর্থকরা। দুই পক্ষ দুই পক্ষের দিকে তেড়ে যায়।
শেষমেষ হাতাহাতি জড়ায় তাঁরা। দফায় দফায় বিজেপি ও আপ সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঠেকাতে হিমশিম খেতে হয় পুলিশকে।
প্রায় তিরিশ মিনিটের বেশি সময় ধরে চলতে থাকে এই ঘটনা। বেশ কিছুক্ষণ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একদিকের যান চলাচল। পরবর্তীতে জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করে আপ কর্মী সমর্থকরা। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি ঠিক সিদ্ধান্ত বলে দাবি করেন এক উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ। অগন্ত্রান্তিক ভাবে এই গ্রেফতারি বলে জানিয়েছেন এক আপ সমর্থক। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে।