
সুরজিৎ দাশ, ওঙ্কার বাংলা: কারও টিনের চাল দিয়ে জল পড়ে। কারও ঘরের দেওয়ালে জোড়াতালি দেওয়া। তা সত্ত্বেও নাম নেই আবাস যোজনার তালিকায়। অন্যদিকে আবাসের তালিকায় নাম রয়েছে এমন অনেকের পাকা বাড়ি রয়েছে বলে অভিযোগ। এই সমস্ত বিষয় নিয়ে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন করিমপুর ২ নম্বর ব্লকের পুঁঠিমারী গ্রামের বাসিন্দারা। প্রশাসনের আধিকারিকের কাছে তাঁদের দাবি, ভাল করে এলাকা ঘুরে দেখে প্রকৃত দাবিদারদের ঘর দেওয়া হোক। শুধু তাই নয় তৃণমূল নেতাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম উঠেছে। প্রভাব খাটিয়ে জোড়াফুল শিবিরের নেতারা এমন কাজ করেছেন বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা আশরাফ মন্ডল বলেন, ‘টিনের, মাটির ভাঙাচোরা বাড়ি হওয়ার পরেও তালিকায় নাম নেই। অথচ যাদের পাকা বাড়ি আছে তারা বার বার ঘরের জন্য ফর্ম জমা দিয়েছেন।’ আরও এক স্থানীয় মন্টু সেখ বলেন ‘যাদের কাঁচা বাড়ি তাদের আবাস যোজনার সার্ভের আধিকারিকরা পাকা বাড়ি দেখিয়ে নাম বাদ দিয়েছে। কিন্তু যাদের পাকা বাড়ি রয়েছে তাদের আবাস তালিকায় নাম রয়েছে।’