
বিক্রমাদিত্য বিশ্বাস ,ইসলামপুর:
সন্ত্রাস বন্ধ না হলে রাজ্যসভায় ভোট দিতে যাবেন না করিম চৌধুরী। ফের দল বিরোধী অবস্থান ইসলামপুরের বিধায়কের।শনিবার ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি অঞ্চলের বুধাগছ, দিঘিরপাড় গ্রামের সন্ত্রাস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে আসেন করিম চৌধুরী । তারপরে সংবাদ মাধ্যম কে বলেন তৃনমূল যদি সন্ত্রাস না বন্ধ করে তবে রাজ্যসভায় তিনি যাবেন না ।এবং বিধানসভায় সরকারের আনা কোন বিলকেও তিনি সমর্থন দেবেন না।তার অভিযোগ নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করার জন্য তার অনুগামীদের তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতিরা মারধোর করেছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে । মুখ্যমন্ত্রীকে বারবার বলা সত্বেও তিনি কোন পদক্ষেপ নিচ্ছেন না। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।তবে করিমের এই অভিযোগ অস্বীকার করে তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন বলেন শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছেন বিধায়ক। তিনি এলাকার মানুষের সমস্যা কিছুই জানেন না।তাই এই সব কথা বলছেন।উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিরোধের ফলে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বার বার প্রকাশ্যে এসেছে। দুইজনের বিরোধ আরো বাড়ে পঞ্চায়েত নির্বাচনে। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিধায়ক করিম অনুগামীকে প্রার্থী না করায় বিধায়ক তার অনুগামীদের নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেন।