
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : ভোট শুরু হতেই উত্তপ্ত তমলুক. ময়নায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ. পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই দলের. আর আজ দিনভর খবরের শিরোনামে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়. তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখালো তৃণমূলের কর্মী-সমর্থকরা. ভোটের আগেই পুলিশের সন্ত্রাস, অভিযোগ বিজেপি প্রার্থীর.
তমলুকে সিপিআইএম-এর এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তিনজন এজেন্টের মধ্যে দুজনকে অপহরণ করার অভিযোগ তোলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের দুজন বুথ এজেন্টকে অপহরণ করার অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যও.
এছাড়াও, নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে সাধারণ মানুষকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে. ২৩৫ নম্বর বুথ মাথা ফাটলো এক বৃদ্ধর.
অন্যদিকে, কাঁথিতে মোটের ওপর ভোট শান্তিপূর্ণভাবেই মিটলো. য়দিও, উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত ফুলেশ্বর জীবনকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে ইভিএম মেশিনে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী মহাশয়ের নামের উপরে সাদা স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে. এই ঘটনায় নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।