
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: ২০১৯ সাল থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকের হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের সেবদুল্লা গ্রামে জলকষ্ট চলছিলো। বহু আবেদন নিবেদনের পরেও সমস্যার সমাধান না হওয়ায় বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হন জলকষ্টে থাকা কিছু পরিবার। যার মধ্যে অধিকাংশ রয়েছে আদিবাসী চা শ্রমিক পরিবারের সদস্য।সোমবার মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিষয়টি শুনবার পর সমস্যার গোড়া খুঁজতে মঙ্গলবার দুপুরে তার এজলাসে ডেকে পাঠান অভিযোগকারীদের।এবং সব শোনার পর বুধবার ফের জলপ্রকল্পের সঙ্গে যুক্ত অধিকারীদের কোর্টে ডেকে পাঠিয়েছেন বিচারপতি।
উল্লেখ্য শুনানির শুরুতে গ্রামবাসীদের বক্তব্য ভালো করে শুনতে পারছিলেন না বিচারপতি। শুনতে না পেয়ে নিজের আসন ছেড়ে নিচে নেমে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর গ্রামবাসীদের সামনে এসে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে এজলাসের আধিকারিকদের চেয়ারে বসে মামলা শোনেন।এই মামলার প্রতি বিচারপতির আন্তরিকতায় খুশি আবেদন কারীরা।