
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : তীব্র দাবদাহ! সঙ্গে রয়েছে কালবৈশাখীর মতো হঠাৎ ঝড়ের আশঙ্কা। প্রাকৃতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রচারের রূপরেখা তৈরি করতে হচ্ছে শাসক বিরোধী সব রাজনৈতিক দলের প্রার্থীদের। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্রে। তাই চৈত্রের কাঠফাটা রোদ মাথায় নিয়েই এক বিধানসভা থেকে আরেক বিধানসভা ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। লক্ষ্য একটাই, জনসংযোগ।
বুধবার কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে উত্তর কাঁথি বিধানসভাজুড়ে বেশ কয়েকটি কর্মসূচি ছিল। এদিন দিনভর উত্তর কাঁথির দু’টি ব্লকে প্রচার করেন সৌমেন্দু। কখনও মোটরবাইক র্যাজলি করলেন। কখনও আবার পায়ে হেঁটে জনসংযোগ সারলেন বিরোধী দলনেতার ভাই ।
অপরদিকে, তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সকালে মন্দিরে পুজো দিয়েই ভোট প্রচারে বেরিয়ে পড়েন। পরনে সুতির সাদা পাঞ্জাবি ও পাজামা, চোখে রোদচশমা, একেবারেই খোশমেজাজে দেখা গেল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে। তিনি তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা এলাকায় ভোট প্রচার করলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, প্রচারে সাধারণ মানুষের খুব ভাল সাড়া মিলছে।