
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ প্রাথমিকের প্যানেল প্রকাশ বা আদালতের সামনে পেশ করার সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
২০১৪ সালের টেটের প্রেক্ষিতে ২০১৬ সালের যে নিয়োগ প্রক্রিয়া হয় তার প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ। সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে আগামী ১৫ ই জানুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ২০১৬ সালের প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়া প্যানেল প্রকাশ করতে হবে। যদি প্যানেল আগে প্রকাশিত হয়ে থাকে তাহলে সেই প্যানেল আদালতের সামনে পেশ করতে হবে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানেই নির্দেশ খারিজ হয়। পাশাপাশি মামলা ফেরত গেল সিঙ্গেল বেঞ্চে। সেখানেই বাকি বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এদিন বিচারপতি সৌমেন সেনে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে প্রশ্ন করেন, আদালত যদি কোন নথি দেখতে চায় তাহলে অসুবিধা কোথায় ? বিচারপতি সেন আরও বলেন, সব নথি আপনাদের কাছে থাকার কথা। আপনারাই সেই সব নথির মালিক। আদালত যেকোন সময় যেকোন নথি দেখতে চাইতেই পারে।