
গোপাল শীল,ডায়মন্ড হারবার:ডায়মন্ড হারবারের সরিষায় অনুষ্ঠিত একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠান এসে রাজ্যের বকেয়া টাকার জন্য ফের বিজেপি সরকারকে আক্রমণ করলেন অভিষেক বন্দোপাধ্যায়।এই অনুষ্ঠান থেকে তিনি বলেন দিল্লির ধরনা শুধুমাত্র ট্রেলার ছিল পুরো মুভি বাকি রয়েছে। ৩১ শে অক্টোবরের পর তা দেখতে পাবেন।পাশাপাশি এদিন বামেদের ও আক্রমণ করতে ছাড়েন নি অভিষেক। তার দাবি বাম ফ্রন্ট ৩৪ বছরে ডায়মন্ড হারবারের জন্য কোন কাজ করেনি।পানীয় জল,রাস্তা ,হাসপাতাল সহ বিভিন্ন উন্নয়নের কাজ তৃনমূল ক্ষমতায় আসার পর করেছে।এছাড়া অভিষেক এদিন দাবি করেন আগামী ছয় মাসের মধ্যে কেন্দ্র একশো দিনের বকেয়া টাকা যদি না দেয়,তাহলে রাজ্য সরকার সেই টাকা দেওয়ার ব্যবস্থা করবে।