
অমিত কুমার দাস,কলকাতা:
হাই কোর্টের বিচারপতির নামে অপমানজনক ও অবমাননাকর মন্তব্য করার জন্য নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীরা ।প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার আর্জি জানিয়েছেন আইনজীবীরা।
আইনজীবী দের অভিযোগ “হাইকোর্ট মাফিয়া ও সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে এবং এত খুন হয়েছে হাই কোর্টের জন্য।” প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে স্পেশাল বেঞ্চ গঠন করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন তারা।
এই বিষয়ে আইনজীবী শাক্য সেন বলেন “এই একই ব্যাক্তি আগেও হাই কোর্টের বিচারপতিদের নামে আদালত অবমাননাকর মন্তব্য করেছেন। এবং বিচারপতি রাজা শেখর মান্থার বিরুদ্ধে পোস্টার লাগানো সহ বেঞ্চ বয়কট করা হয়েছিল। প্রধান বিচারপতি মামলাটি শুনানির আশ্বাস দিয়েছেন।উল্লেখ্য কয়েকদিন আগেই বিচারপতিদের লক্ষ্য করে এই ধরনের মন্তব্য করেছিলেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতেই আইনজীবীদের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।