
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনিই আবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ। দুই পরিচয়েই মানুষের কাছে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ফেসবুক অ্যাকাউন্টে অবাঞ্ছিত হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ মেটাকে আইনি নোটিস পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের অভিযোগ, তাঁর ফেসবুক অ্যাকাউন্টের ‘বায়ো’ অর্থাৎ পরিচিতি অংশ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিচয়টি মুছে ফেলা হয়েছে। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বুধবার ভারতে ফেসবুকের গ্রিভ্যান্স অফিসার অমৃতা কৌশিককে আইনি চিঠি পাঠিয়েছন। বিষয়টির যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তৃণমূল সাংসদের আইনজীবী। চিঠিতে বলা হয়েছে, সাত দিনের মধ্যে ফেসবুক কর্তৃপক্ষকে গোটা বিষয়টির জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি তা না হয় তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে।
ফেসবুককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘নিজের ভেরিফায়েড অফিশিয়াল পেজে (যেখানে ফেসবুক অনুমোদিত ব্লু টিক রয়েছে) এই ধরনের অবাঞ্ছিত হস্তক্ষেপ গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের সামিল। এতে অভিষেকের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি বহু নথি ও তথ্য বেহাত হওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে।’