
ওঙ্কার ডেস্ক: ‘মা-বোনেদের মান-ইজ্জত ২০০০ টাকায় বিক্রি করেছে বিজেপি. শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ করিয়েছে. আর যে অভিযোগ করেছেন, তাঁকে বসিরহাটে টিকিট দিয়েছে বিজেপি’. সন্দেশখালির বিজেপি নেতার ভাইরাল ভিডিও নিয়ে মঙ্গলকোটের সভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়. তাঁর নিশানা, ‘তৃণমূলকে ছোট করতে গিয়ে গোটা বাংলাকে ছোট করেছে বিজেপি’