
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : অভিষেক বন্দোপাধ্যায়ের বিশেষ নিরাপত্তার কারণ দেখিয়ে কালীঘাট অঞ্চলে বিরোধী রাজনৈতিক দল গুলোর প্রচারে বাধা দেওয়া হচ্ছে। সাধারণ নাগরিকদের জীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে। নির্বাচনী কমিশনের কাছে অভিযোগ জানালো সিপিআইএম। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও রাস্তা ও ফুটপাতের একটা বড় অংশ দখল করে বসে আছেন ‘নিরাপত্তাবাহিনী ‘।তাদের আর অভিযোগ,অভিষেকের বাড়ি থেকে বেরোনো বা ঢোকবার সময় দীর্ঘক্ষণ বড় রাস্তা বন্ধ করে সমস্ত নাগরিকের যাতায়াত স্তব্ধ করে দেওয়া হয়।খেয়াল খুশি মতো কালীঘাট রোড় ওয়ান ওয়ে করে দেওয়া হয়।একজন লোকসভা ভোটে প্রার্থীর জন্য তার বাড়ি পাহারা দেওয়ার জন্য সরকারি পয়সা খরচ করে এত নিরাপত্তা কর্মী কেন?