
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : দলীয়ভাবে প্রার্থী তালিকা ঘোষণা না হলেও ডায়মন্ড হারবারের দলীয় নেতৃত্ব এক প্রকার নিশ্চিত ডায়মন্ডহারবার লোকসভা থেকে তৃতীয়বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নির্বাচনী লড়াই লড়বেন। তাই অন্যান্য দলের দেওয়াল লেখার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখে শুরু হল নির্বাচনী প্রচার।
২০২৪-র জয়ের লক্ষ্যমাত্রা আগেই দলীয় নেতৃত্বকে নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই প্রচারে কোনওরকম খামতি রাখতে নারাজ দলীয় নেতৃত্ব। বিধায়ক ও দলীয় নেতৃত্বের উপস্থিতিতে সরিষা থেকে দেওয়াল লিখন শুরু হয়।
প্রচার শুরু করে বিধায়ক পান্নালাল হালদার বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বারের থেকে আরও বেশি ভোটে জয়লাভ করবেন’। পাশাপাশি তিনি বলেন, নওশাদ সিদ্দিকি ডায়মন্ডহারবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তার জামানত বাজেয়াপ্ত হবে।