
ওঙ্কার বাংলা, অনলাইন ডেস্কঃ লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ অক্টোবরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। দিল্লিতে ওদিন তৃণমূলের ধর্ণা থাকায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পারবেন না বলে ইডিকে আগেই জানিয়ে দিয়েছিলেন অভিষেক। গতকাল অর্থাৎ মঙ্গলবার হাজিরা এড়াতে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ্য হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অর্থাৎ বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে । এদিন ফের পিছিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলার শুনানি। আবেদন পত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর নেই। সঠিক পদ্ধতিতে আবেদন করতে হবে বলে এদিন জানিয়ে দিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। ইডির আইনজীবী জানান আগামী ৯ অক্টোবর ফের তলব করা হয়েছে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । প্রসঙ্গত নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ডাকা হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রের খবর আগামী সপ্তাহে ডাকা হয়েছে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও।