
মানস চৌধুরী,সল্টলেকঃ স্বস্থ্য ভবন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে এভিবিপি কর্মী সমর্থকদের ধুন্ধুমার কাণ্ড। বিক্ষোভকারীদের আটকাতে পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে।
বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবন অভিযানে নামল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ওরফে এভিবিপি। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে পথে নামেন তাঁরা। সিজিও কমপ্লেক্সের কাছে সামনে বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। এভিবিপি কর্মী সমর্থকদের শুরু হয় পুলিশের ধাক্কাধাক্কি। পুলিশের তরফে পরিষ্কার জানানো হয়, স্বাস্থ্য ভবনে তাদের যেতে দেওয়া হবে না। এরপরই ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের দিকে রওনা দেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের আটকাতে পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে। এভিবিপি অভিযোগ টেনে হিঁচড়ে, কলার ধরে তাঁদের কর্মীদের প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এভিবিপি ছাত্রীরাও পুলিশের হাতে অক্রান্ত বলে অভিযোগ।
মঙ্গলবার সিটি সেন্টারের সামনে থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকদের। কিন্তু সিজিও কমপ্লেক্সের কাছে আটকে দেওয়া হয়। এরপরই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। একাধিক ছাত্র ছাত্রীকে পুলিশ আটক করেছে।