
নিজস্ব প্রতিনিধি,রাজস্থানঃ বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল একই পরিবারের ৭ জনের। ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতরা জয়পুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামানে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের সিকর থেকে নাগৌরে একটি বিয়েবাড়ির যাচ্ছিল নিমন্ত্রিত বোঝাই একটি ভ্যান। আচমকাই একটি দ্রুতগতিতে আসা বাসের সঙ্গে ধাক্কা লাগে ভ্যানটির। সূত্রের খবর ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে, রবিবার সকালে সেখান থেকে তাঁদের জয়পুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁদের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে রাজস্থান পুলিশ। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।