
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা: স্ত্রী ও মেয়েকে খুন করে হাবড়া থানায় আত্মসমর্পণ অভিযুক্তের। বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর খাসপুর গ্রামের বাসিন্দা সঞ্জীব পাল তার মেয়ে সৌমিলি পাল ও স্ত্রী মৌসুমী পাল কে খুন করে হাবড়া থানায় আত্মসমর্পণ করে। জানা গিয়েছে অবৈধ সম্পর্ক নিয়ে সঞ্জীব পাল এবং তার স্ত্রী মৌসুমী পালের মধ্যে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল। ঘটনার দিন সেই অশান্তি চরম আকার ধারণ করে। মঙ্গলবার রাতে মৌসুমী কালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত সঞ্জীব পাল। এরপর শ্বাসরোধ করে নিজের আট বছরের মেয়ে সৌমিলি পালকে খুন করে অভিযুক্ত। এরপর বুধবার সকালে হাবড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে সঞ্জীব পাল। অভিযুক্ত সঞ্জীব পাল কে পুলিশের পক্ষ থেকে বাদুড়িয়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।