
সুকান্ত চট্টোপাধ্যায়, বসিরহাট: আধারের বায়োমেট্রিক তথ্য নকল করে একাধিক ব্যাঙ্ক উপভোক্তাদের একাউন্ট থেকে টাকা লোপাট করার ঘটনা , ইতিমধ্যেই শোরগোল ফেলেছে দেশ জুড়ে। এমত অবস্থায় আধার কার্ড নিয়ে আরো এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো ।পুরনো খাতা বই লোহা ভাঙচুরের দোকানে পাওয়া গেল শত শত আধারকার্ড।
এবার পোস্ট অফিস থেকে নয় , পুরনো বই খাতা ,ভাঙাচোরা লোহা বিক্রির দোকান থেকে বিলি করা হল আধার কার্ড। হ্যাঁ এমনিই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলেন বসিরহাটের একাধিক মানুষ। দোকানে ডেকে তাদের হাতে আধার কার্ড তুলে দিলেন টাকি রোডের দণ্ডীহাট এলাকার এক দোকান দার।কিন্তু আধার কার্ড, লোহার দোকানে কোথা থেকে এলো।দোকানদারের দাবি
ফেরিওয়ালারা বিভিন্ন সরঞ্জামের সঙ্গে আধার কার্ডও কেজি দরে বিক্রি করে গেছে।এর জন্য দণ্ডীহাট পোস্ট অফিসকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা।তাদের অভিযোগ ওই পোস্ট অফিসের গাফিলতিতেই আধার কার্ড সঠিক জায়গায় যাচ্ছেনা। এইরকমই একজন উপভোক্তা সাদ্দাম হোসেন গাজী বলেন, এক বছর খানেক আগে আধার কার্ড তৈরি করতে পোস্ট অফিসে সঠিক নথীপত্র নিয়ে বার বার দরবার করেছি। আধার কার্ড হয়ে গেলেও সেটি আর পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পাওয়া গেল পুরনো খাতা বই ও ভাঙ্গাচোরার দোকানে
এই বিষয়ে পোস্টমাস্টার দেবস্মিতা সাউ বলেন, কোন সদুত্তর দিতে পারেন নি।তিনি বলেন এগুলো কি করে বাইরে গেল বুঝতে পারছি না ।এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা