
ওঙ্কার ডেস্ক:মোদীর উপর থেকে মানুষের মোহ কেটে গেছে।তাই যে মোদী আগে কখনও বাংলার কথা ভাবেনি,তাকেই এখন বারবার বাংলায় ছুটে আসতে হচ্ছে।যদি এখান থেকে কিছু আসন পাওয়া যায় সেই উদ্দেশ্যে।মঙ্গলবার বহরমপুরের জনসভা থেকে এভাবেই প্রধানমন্ত্রী কে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশপাশি মমতা বন্দোপাধ্যায় কে আক্রমণ করে বলেন “রেমালের”পূর্বাভাস থাকা সত্বেও কোন ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার