
নিজস্ব প্রতিনিধি: শাসক দলের প্রভাবশালী নেতা পুলিশের মদতেই যাদবপুর কান্ড ঘটেছে।এই সব হোস্টেল গুলিকে তৃনমূলের লোকেরা কব্জা করে রেখেছে।স্বপ্নদীপ কাণ্ডে রাজ্যের শাসক দল জড়িত রয়েছে বলে সরাসরি অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার বহরমপুরে রাজ্যের সাম্প্রতিক অবস্থা নিয়ে সাংবাদিক বৈঠক করেন অধীর।এবং তিনি শাসক দলকে নিশানা করে বলেন শাসক দলের মদত ছাড়া যাদবপুরের মতো কান্ড হতে পারেনা।পুলিশ এবং শাসকদল উভয়েই এই ঘটনায় জড়িত।পাশাপাশি অভিষেক বন্দোপাধ্যায় ও ইডির মধ্যে লুকোচুরি খেলা চলছে বলেও কটাক্ষ করেন অধীর ।এবং দাবি করেন রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে সমঝোতা রয়েছে,তাই এই ঘটনা ঘটছে।