
ওঙ্কার ডেস্ক : ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করতে হবে, সন্দেশখালি নিয়ে যা হয়েছে তা মিথ্যে. কামদুনি নিয়েও তা তোই করেছিলেন, একদিকে প্রলোভন, অন্যদিকে প্রশাসন. অপরাধীদের কেন আড়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ?’ মুখ্যমন্ত্রীকে ফের একবার তোপ দাগলেন অধীর রঞ্জন চৌধুরী.