
ওঙ্কার ডেস্ক : ‘তদন্ত শেষ করব কী করে, রাজ্য তো বিরুদ্ধে’, কালীঘাটের কাকুর মামলা প্রসঙ্গে এমনটাই বলল ইডি। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘চোরেদের সেবা করো, তৃণমূল দল করো, বাংলার দিদি এই বার্তাই দিচ্ছেন। এটাই বাংলায় তৃণমূলের মডেল’