
ওঙ্কার ডেস্ক : বাংলায় বামেদের সঙ্গে জোট করতে চায় কংগ্রেস, সাফ জানিয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সিপিএম নেতা মহম্মদ সেলিমের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আমরা চাই, বাংলায় বামেদের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করতে’। উল্লেখ্য, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের সঙ্গে আলোচনা চলছে বলে একাধিকবার জানিয়ে দেওয়ার পরই পশ্চিমবাংলায় আসলে কংগ্রেস কার সঙ্গে জোট করবে তা নিয়ে দোলাচল শুরু হয়েছে। যদিও জোটের প্রশ্নে অধীর দাবি করেছেন ইন্ডিয়া ব্লকের প্রশ্নে তৃণমূল নিজেই দোলাচলে রয়েছে।