
নিজস্ব প্রতিনিধি,চোপড়াঃ রেললাইনের ধার থেকে উদ্ধার আদিবাসী নেতার দেহ। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। মৃতের নাম কিশোর ওরাওঁ। বাড়ি চোপড়া থানার মঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আদিবাসী নেতার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে টহলদারির সময় দেহটি পড়ে থাকতে দেখেন রেলকর্মীরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খুন নাকি নিছক দুর্ঘটনা, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।