
অমিত কুমার দাস: রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই মুহূর্তে তিনি বিদেশে রয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে বিদেশ থেকে ইমেইল মারফত নিজের পদত্যাগ পত্র রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠিয়েছেন তিনি। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পরিবর্তে ফের কিশোর দত্তকে অ্যাডভোকেট জেনারেল করা হতে পারে বলে জানা গিয়েছে। এর আগে তিনিই এজির দায়িত্বে ছিলেন। জানা গিয়েছে আগামী ১৮ই নভেম্বর কলকাতায় ফিরবেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।