
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা:তুলকালাম পরিস্থিতি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি করুণাময়ী বালিকা বিদ্যায়তনে। প্রধান শিক্ষিকাকে স্কুলে আটকে তার ওপর চড়াও হওয়ার, এমনকি তার মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।এদিকে প্রধান শিক্ষিকার বিরুদ্ধেও রয়েছে চাঞ্চল্যকর অভিযোগ। দীর্ঘদিন পর তিনি স্কুলে এসেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। তার কারণে স্কুলের পঠন পাঠন শিকেয় উঠেছে বলে অভিযোগ তাদের। স্কুলের অবনতির জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গার্গী তালুকদারকে দায়ী করেছেন অভিভাবকরা। একসময় বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ছিল ৭০০ যা আজ কমে গিয়েছে। বিদ্যালয় দীর্ঘদিন ধরে অভিভাবকদের নিয়ে মিটিং হয় না বলেও জানালেন এক অভিভাবক।বিদ্যালয়ে পড়ুয়াদের সংখ্যা কমছে বলে জানালো পড়ুয়ারাও।এদিকে অভিভাবক এবং পড়ুয়াদের অভিযোগ একপ্রকার অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গার্গী তালুকদার। তার ওপর অভিভাবকরা চড়াও হয়েছেন বলেও জানালেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়ায় বিদ্যালয়ের চত্বরে ঘটনার খবর পেয়ে মইপিট কোস্টাল থানার পুলিশ ঘটনা স্থলে যান। জানা গিয়েছে পরিস্থিতি সামাল দিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেন তারা। আর এদিকেই ঘটনার নিন্দা করেছেন অল ইন্ডিয়া হেডমাস্টার হেড মিস্ট্রেস ইউনিয়নের সম্পাদক চন্দন মাইতি।