
শুভাশিস চট্টোপাধ্যায়ঃ শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অবিলম্বে অপসারণের দাবিতে এবার পথে নামল সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি বা (AIPWA)। শুক্রবার বিকেলে রাজভনের সামনে বিক্ষোভ দেখান মহিলা সমিতির শ দেড়েক কর্মী সমর্থক। এদিন টেলিফোন ভবনের সামনে জড়ো হয়ে মিছিল করে রাজভবনের গেটের সামনে পৌঁছন সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির সদস্যারা।
প্রসঙ্গত গতকালই হেয়ার স্ট্রিট থানায় পশ্চিমবাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌণ হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারী। এরই প্রতিবাদে এদিন সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির সদস্যারা রাজভবনের সামনে বিক্ষোভ দেখান। সমিতির থেকে রাজ্যপালের অবিলম্বে অপসারণের দাবি করা হয় এবং তাঁকে তদন্তের মুখোমুখি দাঁড় করানোর দাবি করা হয়।
রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালেকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে সমিতির তরফে মেল করা হয় বলে সাংবাদিকদের জানান সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা ইন্দ্রাণী দত্ত । এদিনের এই বিক্ষোভে সমাবেশে উপস্থিত ছিলেন সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির সভানেত্রী চৈতালি সেন সহ সমিতির রাজ্য ও জেলা স্তরের বহু নেত্রী । উপস্থিত ছিলেন নকশালপন্থী সংগঠন সিপিআইএম-এল লিবারেশনের কলকাতা জেলা সম্পাদক অতনু চক্রবর্তী।