
প্রদীপ মাহাতো, পুরুলিয়া: ষষ্ঠ দফা অর্থাৎ ২৫ মে ভোট রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে. বাংলার অন্যতম এই নজরকাড়া কেন্দ্রে এবার কুড়মি সমাজের সমর্থনে নির্দল হিসেবে লড়ছেন অজিত মাহাতো. প্রতিদ্বন্দ্বিদের টক্কর দিতে জোরদার প্রচার চালাচ্ছেন তিনি. শুক্রবার রাঁচি রোডের গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে মিছিল করে পুরুলিয়া জেলাশাসকের কার্যালয়ে আসেন কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা। এদিন কাড়ার পিঠে চেপে মনোনয়ন জমা দিলেন তিনি. এই মিছিলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মনোনয়ন জমা করে অজিত প্রসাদ মাহাতো বলেন, ‘কংগ্রেস, তৃণমূলের মতো হাইক্লাস দলগুলো আমাদের ব্যবহার করেছে. পুরুলিয়ার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই এই অভিনব উদ্যোগ’। লোকসভা ভোটে জয়ের ব্যাপারে নিশ্চিত অজিত মাহাতো.