
প্রদীপ মাহাতো,পুরুলিয়া:
পুরুলিয়া শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বি টি সরকার রোড এলাকায় জমি দখল করে অফিস গ্যারেজ ও সাইকেল স্টান্ড বানিয়ে ব্যবসা করার অভিযোগ উঠেছে কুড়মি নেতা অজিত প্রসাদ মাহাতোর বিরুদ্ধে।
পুরুলিয়া বাসিন্দা আর্যভট্ট গড়াই ও তার স্ত্রী সঙ্গীতা গড়াই অভিযোগ করেন , ওই জমি নিয়ে হাইকোর্টের রায় তাঁদের পক্ষে থাকা সত্বেও অজিত বাবু ওখানে জোর করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।তিনি আরও বলেন তাঁর বাবা দুর্গাদাস গড়াই ওই জমি বীরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ক্রয় করেন। কিন্ত সেই জায়গা এখনও দখল করে রেখেছেন অজিত প্রসাদ মাহাতো।
তবে কুড়মি নেতা অজিত প্রসাদ মাহাতো এই অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার কোন ভিত্তি নেই। বিষয় টি আদালতে বিচারাধীন রয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়াতে।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।