
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার:পাচারকারীদের দেখলে গুলি করে মারা হবে’! বায়ু সেনার এহেন পোস্টার দেখে হতবাক মুখ্যমন্ত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। এখানে বন দফতরের কাজকর্ম নিয়ে কথা বলতে গিয়ে মমতা বলেন,আলিপুরদুয়ারে যে গেস্ট হাউসে তিনি রয়েছেন, সেখানে একটি পোস্টার দেখতে পান মুখ্যমন্ত্রী। সেই পোস্টারের ছবি নিজের মোবাইল ফোনে তুলেছেন তিনি। বৈঠকে ফোন তুলে ধরে ওই ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী’ বলেন,একটা নোটিশ দেখলাম সেখানে লেখা ‘পাচারকারীদের দেখলে গুলি করে মারা হবে’!এরপর তিনি প্রশ্ন তোলেন, ‘‘এটা কোনও ভাষা!’মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘হনুমানগুলোকে থ্যাংকস। এরপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী’ বলেন,এই ভাষায় না লিখে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এটা বলো উচিত ছিল। পাশাপাশি তার অভিযোগ,‘‘অনেক সময় সাধারণ মানুষ,ভুল করে, জঙ্গলের রাস্তার ঢুকে পড়লে তাঁদের উপর অত্যাচার হয়।যেটা মানুষ পছন্দ করে না।
মুখ্যমন্ত্রীয ধমক খেয়ে বন দফতর জানায়, বায়ুসেনার পক্ষ থেকে এমন পোস্টার লাগানো হয়েছে। এরপর রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে বিষয়টি দেখার নির্দেশ দেন।