
শঙ্কর সেনগুপ্ত, আলিপুরদুয়ার : এলাকায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। কিন্তু গ্রামে স্বাস্থ্যকেন্দ্র থাকলেও ছিল না স্থায়ী চিকিৎসক। যার জেরে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তে হত এলাকাবাসীকে। অবশেষে স্থায়ী চিকিৎসক পেল আলিপুরদুয়ার ১ নং ব্লকের শালকুমার মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। বৃহস্পতিবার চিকিৎসক দেবাঞ্জন বর্মণ এই হাসপাতালে যোগ দিয়েছেন। চিকিৎসকদের গ্রামীন হাসপাতালে আসার অনীহার কারণেই এতদিন চিকিৎসক পাওয়া যায়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য দপ্তর। অবশেষে দেবাঞ্জন বাবু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করার ইচ্ছে প্রকাশ করায় তাঁকে এই হাসপাতালে পোষ্টিং দেওয়া হয়েছে। ফুলের তোড়া দিয়ে দেবাঞ্জনবাবুকে সংবর্ধনা জানালেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। চিকিৎসক দেবাঞ্জন বর্মণ বলেন, “আমি মানুষের সেবা করতে এখানে এসেছি। সকলের সহযোগিতা প্রয়োজন। সকলে সহযোগিতা করলে অবশ্যই মানুষকে পরিষেবা দিতে পারব।”
অবশেষে চিকিৎসক পেয়ে অনেকটাই নিশ্চিন্ত এলাকার মানুষ। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, তাঁরা চিকিৎসকের কথা বহুবার স্বাস্থ্য দপ্তরে জানিয়েছিলেন। অবশেষে চিকিৎসক আসায় সকলে খুশি।