
শঙ্কর সেনগুপ্ত, আলিপুরদুয়ার : এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করেছে জেলার ছাত্র-ছাত্রীরা, যার মধ্যে অন্যতম আলিপুরদুয়ারের পরীক্ষার্থীরা. রবিবার আলিপুরদুয়ারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা দিল জেলা প্রশাসন। শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতীদের নয়, জানা গিয়েছে, জেলায় বিভিন্ন বোর্ডের মোট ৪১ জন কৃতী ছাত্র ছাত্রী রয়েছে। তাদের সকলকেই এদিন সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে তাঁদের অভিভাবক, শিক্ষক, শিক্ষিকাদেরও সংবর্ধনা জানায় জেলা প্রশাসন।
রবিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে বিকেল ৪ টেয় কৃতীদের সংবর্ধনা জানানোর অনুষ্ঠান করা হয়। জেলাশাসক আর বিমলা নিজে থেকে উপস্থিত থেকে সকলকে সংবর্ধনা জানান। এই অনুষ্ঠানে এদিন জেলা ও শিক্ষা প্রশাসনের কর্তারাও উপস্থিত ছিলেন। আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা বলেন, “ জেলায় ৪১ জন কৃতী ছাত্র ছাত্রী ও তাদের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের আমরা সংবর্ধনা জানিয়েছি। এই সব ছাত্র ছাত্রীরা আমাদের গর্ব। তারা ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জন করবে। “
এদিন আলাদাভাবে উচ্চমাধ্যমিকের রাজ্য সেরা অভীক দাস ও নবম স্থানাধিকারী অন্বেষা দত্তকে সংবর্ধনা জানায় আলিপুরদুয়ার পুরবোর্ড। একই অনুষ্ঠানে রাজ্যে সি বি এস ই বোর্ডে উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারী সৌহার্দ্য হালদারকেও সংবর্ধনা জানায় পুরসভা। এ বিষয় আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর বলেন, “এই ছাত্র ছাত্রীরা আমাদের গর্ব। এরা আমাদের শহরের মুখ উজ্জ্বল করেছে। আলিপুরদুয়ার পুরবোর্ড সব সময় এদের পাশে রয়েছে। ”