
শঙ্কর সেনগুপ্ত, আলিপুরদুয়ার : আর জি কর, কুলতলি, কৃষ্ণনগরের পর এবার আলিপুরদুয়ারের জয়গাঁ. ফের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিয়োগ. জানা য়ায, প্রায় আট দিন ধরে নিখাঁজ ছিল মেয়েটি. এরপর এক পরিত্যক্ত জমি থেকে তার দগ্ধ দেহ উদ্ধার হয়. মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তিম জনকে গ্রেফতার করেছে পুলিশ. তার দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে. সেই রিপোর্ট এলে বোঝা যাবে, খুন করার আগে তার ওপর শারীরিক নির্যাতনও করা হয়েছিল কিনা.
মঙ্গলবার মাঠ থেকে পচা গন্ধ পান স্থানীয়রা. সেখানে তারা গিয়ে দেখেন একটি মৃতদেহ পড়ে রয়েছে. খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ.
নাবালিকার মা জানান, প্রায় আট দিন আগে এক কাকুর সঙ্গে খাবার কিনতে বেরিয়েছিল মেয়েটি. তারপর থেকেই আর খোঁজ পাওয়া যায় নি তাদের. থানায় নিখোঁজ ডায়রি করা হয়.
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ. ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শিশুটির তিন প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে. এদের মধ্যে একজনকে নেপাল সীমান্ত এলাকায় থেকে গ্রেফতার করেছে পুলিশ.
অপরদিকে, এই প্রসঙ্গে বিজেপির রাজ্যে সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এমন ঘটনা জয়নগর হোক আর জয়গাঁ, যেখানেই ঘটুক এটা বন্ধ হবে না. কারণ, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকবেন, ততদিন এরম ঘটনা ঘটতেই থাকবে.
এই ঘটনার পর থেকেই উত্তাল জয়গাঁ. এলাকায় উত্তেজনা থাকায় উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা রয়েছে.