
শঙ্কর সেনগুপ্ত, আলিপুরদুয়ার : আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই. সেই মতো বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরের জেলাগুলোতে. রেকর্ড বৃষ্টিপাত আলিপুরদুয়ারে. এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৭৬.২০ মিলিমিটার.
অতি ভারী বৃষ্টির ফলে ভুটান সীমান্তবর্তী আলিপুরদুয়ার জেলার গুরুত্বপূর্ণ জনপদ তথা বাণিজ্য কেন্দ্র জয়গাঁ, রাজ্য সড়ক নদীর আকার ধারণ করছে. রাস্তার উপর দিয়ে প্রবল গতিতে বইছে জল. যদিও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে খবর পাওয়া গেছে.
সিকিম ও ভুটান পাহাড়েও চলছে ভারী বৃষ্টি পাত, হড়পা বানের আশঙ্কা ডুয়ার্স জুড়ে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরের সবকটি জেলার ওপর কমলা সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর. আলিপুরদুয়ারে জারি লাল সতর্কতা.