
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
পঞ্চায়েত ভোটের সকাল থেকেই আকাশের মুখভার।দফায় দফায় বৃষ্টি। মেঘবৃষ্টি মাথায় নিয়েই ভোটাধিকার প্রয়োগ করতে এলেন সদ্য পিতৃহারা দুলাল মল্লিক। শনিবার বাবার শেষকৃত্য। তবে ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে সচেতন দুলাল বাবু ভোট দেওয়ার পর শ্রাদ্ধে বসতে চান।তাই সকাল সকাল এসে জলপাইগুড়ির তিস্তা পাড়ের সারদাপল্লীর ১৭/১৫৮ নম্বর বুথে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাকে ।জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সারদাপল্লী গ্রামে ১০৬৩ জন ভোটার রয়েছেন।তৃণমূল, বিজেপি, সিপিএম তিন দলই প্রার্থী দিয়েছেন এই কেন্দ্রে।গ্রামের করলার চর প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন কেন্দ্র।পাশেই তিস্তা নদী।প্রতিবছর উৎসবের মেজাজে ভোট হয় এই এলাকায়। ।