
দেবাঞ্জলী কুন্ডু চৌধুরী: বলিউড কাঁপানো অলকা ইয়াগ্নিকের পরিস্থিতি শুনলে কেঁপে উঠবে সকলের বুক। কেন হঠাৎ অন্তরাল হয়ে গেলেন তিনি? এমন কি হয়েছে তাঁর? যথেষ্ট উদ্বিঘ্ন রয়েছেন তাঁর একনিষ্ঠ ভক্তরা।
এবার নিজের নীরবতা ভেঙে এসব প্রশ্নের উত্তর দিলেন ৯০ দশকের অন্যতম প্রখ্যাত শিল্পী অলকা ইয়াগ্নিক। তিনি বলেন, তিনি এক বিরল নার্ভের রোগে আক্রান্ত হয়েছেন। শ্রবণশক্তি হারাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে তিনি তাঁর অসুস্থতার কথা নিজেই জানালেন তাঁর অনুগামীদের। স্বাভাবিক ভাবেই তাঁর এই পরিস্থিতি নিয়ে ভীষণ চিন্তিত তাঁর অনুগামীরা। যদিও তিনি পোস্টে বলেন, তাঁর এই বিরল রোগের চিকিৎসা চলছে। পাশাপাশি তিনি তাঁর পোস্টে অনুগামীদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, হেডফোনে উচ্চস্বরে গান না শোনার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব তিনি তাঁর ভক্তদের মাঝে আবারো আগের মতই ফিরবেন, এমনটাই প্রতিশ্রুতি দেন তিনি।