
ওঙ্কার ডেস্ক : ভোটের আবহে দলবদলের খেলা নতুন নয়. তবে, এ যেন উলটপুরাণ ! জেলায় জেলায় যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে অথবা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন রাজনৈতিক নেতা -কর্মীরা তখন পুরুলিয়ায় ধরা পড়ল অন্য ছবি. গেরুয়া শিবির ছেড়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকে যোগ দিলেন বহু নেতা-কর্মীরা. শুধু যে গেরুয়া শিবির তা নয়. সিংহ -দলে যোগ দিলেন তৃণমূলেরও প্রচুর নেতারা.
প্রসঙ্গত, বেশকিছুদিন আগেই তৃণমূল-বিজেপি ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যোগ দিয়েছিলেন প্রায় ৩০০ জন. তারপর রবিবারও দেখা গেল সেই এক ছবি. ষষ্ঠ দফায় ভোট রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে. তার আগে আচমকা এই উল্টো হাওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার রাজনৈতিক মহলে. মনে করা হচ্ছে, এর ফলে বেশ খানিকটা শক্তি সঞ্চয় করল ফরওয়ার্ড ব্লক.