
শুভম কর্মকার,বাঁকুড়া:”বাড়ী ঘেরাও করতে গেলে বীমা করে যাবেন “অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ী ঘেরাও কর্মসূচির পরিপ্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। প্রসঙ্গত ২১ জুলাই তৃনমূলের শহীদ সমাবেশ মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ী ঘেরাও করার নিদান দিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়।সেই প্রসঙ্গে অন্দার বিধায়ক অমরনাথ বলেন, বিজেপি নেতাদের বাড়ী ঘেরাও করতে এলে , কর্মীরা তৃণমূলের কর্মী ও সমর্থকদের উত্তম মাধ্যম প্রহার করে হাসপাতালে পাঠিয়ে দেবে।দু পায়ে হেঁটে আসবে ,চারপায়ে কাঁধে করে ফিরবে।বিজেপি বিধায়কের এই মন্তব্য কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।উল্লেখ্য বিজেপি নেতাদের বাড়ী ঘেরাও করার ডাক দিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়।প্ররোচনা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই অভিষেকের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। শনিবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী।