
আশিষ মণ্ডল, বীরভূম : জমি বিবাদ মামলায় সিউড়ি জেলা আদালতে অমর্ত্য সেনের পক্ষেই রায় দিলেন বিচারক। গত বছর ১৯ এপ্রিল অমর্ত্য সেনের বিরুদ্ধে নোটিশ দিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অভিযোগ তুলেছিল, অমর্ত্য সেনের বাড়ি বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা বাড়তি দখল করে রয়েছে। এই অভিযোগ খারিজ করে আদালতের দারস্থ হন নোবেলজয়ী অর্থনীতিবিদ। সিউড়ি জেলা আদালতে এই নিয়ে মামলা চলছিল। বুধবার এই মামলার রায় শোনান বিচারক। এ বিষয় আইনজীবী সৌমেন্দু রায়চৌধুরী বলেন, ‘যে নোটিশ বিশ্বভারতী ধরিয়েছিল তা ঠিক নয়, বিচারক সেটাই বলেছেন। ফলে এটাই প্রমাণিত হল যে অমর্ত্যবাবু বাড়তি জমি দখল করে নেই’।
উল্লেখ্য, অমর্ত্য সেনের প্রতি বিশ্বভারতীর এই আচরণের তীব্র নিন্দা করেছে রাজ্য সরকার. প্রতীচী-তে গিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।