
সুকান্ত চট্টোপাধ্যায় , আমডাঙা:
ভোট পরবর্তী হিংসা অব্যাহত বাংলা জুড়ে। রবিবার উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা এলাকায় । এদিন সকাল থেকেই দফায় দফায় সিপিএম ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দের বোমাবাজিতে আতঙ্ক ছড়ায় আমডাঙ্গা থানায় এলাকার রামপুর গ্রামে। বোমায় উভয় পক্ষেরই আহত বেশ কয়েকজন। তাদেরকে আমডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আমডাঙার সিপিআইএম নেতা আহমেদ আলী খান অভিযোগ করেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকার রহমান দুষ্কৃতীদের পাঠিয়ে পরিকল্পিত ভাবে বেছে বেছে সিপিআইএম কর্মীদের বাড়িতে বোমাবাজি করছে এবং লুটপাট চালাচ্ছে। অনেক সিপিআইএম কর্মী ও সমর্থকরা ঘর ছাড়া রয়েছে। যদিও এ বিষয়ে তৃণমূল বিধায়ক এর কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে গ্রামের আক্রান্ত তৃণমূল সমর্থক ও কর্মীরা জানান তাদের উপরে হামলা চালিয়েছে সিপিএমরাই।