
ত্রয়ণ চক্রবর্ত্তী, কলকাতাঃ বড় দিনের রাতে রাজ্যে অমিত শাহ। দুদিনের সফরে একাধিক কর্মসূচি স্বরাষ্ট্র মন্ত্রীর। লোকসভা নির্বাচনের আগে যা অত্যন্ত তাৎপর্য পূর্ন বলে মনে করছে রাজনৈতিক মহল।
সুত্রের খবর, সোমবার রাত ১১.৪৫ মিনিট নাগাদ দমদম বিমান বন্দরে নামবেন তিনি। থাকবেন রাজারহাটের একটি হোটেলে। পরদিন অর্থাৎ ২৬ ডিসেম্বর ঠাসা কর্মসূচি অমিত শাহের। প্রথমে সকাল সাড়ে ১০.৩০ মিনিটে এমজি রোডে গুরুদুয়ারাতে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী, সাড়ে ১১.৩০ কালিঘাট মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। এরপর বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন,দলের সাংগঠনিক বিষয় খোঁজ নেবেন। তবে শুধু নেতৃত্বেই নয়,জেলা নেতাদের সঙ্গে একদম নিচুতলার সংগঠন বুঝতে জাতীয় গ্রন্থাগারে বিকেল ৩টে মিলিত হবেন তিনি।
ঙ্গের সংগঠন বুঝে নিয়ে সন্ধ্যায় দুদিনের রাজ্য সফর শেষ করবেন তিনি। সুত্রের খবর,গীতাপাঠের অনুষ্ঠান ও অন্যান্য বিষয়ে সংঘ পরিবার ও আরএসএস পদাধিকারিদের সাথেও মিলিত হবেন অমিত শাহ। প্রসঙ্গত রাজ্য থেকে লোকসভা নির্বাচনে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন অমিত শাহ।
সংগঠনের একেবারে নিচ থেকে উঠে স্বরাষ্ট্র মন্ত্রী হওয়া অমিত শাহ জানেন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে কী করতে হয়। সেইকারণেই রাজ্য বিজেপির সামগ্রিক পরিস্থিতি বুঝে পরবর্তী নিল নকশা তৈরি করতেই তার এই সফর বলে বিশ্লেষক মহলের একাংশের ধারনা।