
অমিত দাস , কলকাতাঃ আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির সভা। এই সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থলে সভা করতে পারবে পদ্ম শিবির। এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কিন্তু সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে আবেদন জানাল রাজ্য। ইতিমধ্যেই মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, ধর্মতলায় বিজেপির বঞ্চনা সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। সভার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। গত সোমবার মামলার শুনানি হয়। পুলিশের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি রাজশেখর মান্থা। তিনি বলেন, সকলের প্রতি সমান মনোভাব দেখানোর চেষ্টা করুক পুলিশ। পুলিশের উদ্দেশে বিচারপতি বলেন, “আমি অবাক হচ্ছি আপনাদের আপত্তি জানানো দুটি চিঠির বয়ান দেখে। এটা তো স্বাধীন রাষ্ট্র। এখানে তো সবার এমন সভা করার অধিকার আছে।” এর পরই তিনি নির্দেশ দেন, ২৯ তারিখই সভা করা যাবে। আজ, বুধবার শুশানিতে এই সভা সংক্রান্ত বিধিনিষেধ পুলিশকে জানাতে বলা হয়েছিল। কিন্তু তারই মধ্যে বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য সরকার।