
নিজস্ব সংবাদদাতা : জনসংখ্যা বৃদ্ধি করার ঘোষণা সাংসদের। তৃতীয় সন্তান জন্মালেই নগদ ৫০ হাজার টাকা প্রাপ্য । পুত্র সন্তান হলে উপরি পাওনা গরু । এমনটাই ঘোষণা করেন টিডিপি দলের সাংসদ ।
সম্প্রতি দিল্লিতে অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডু দক্ষিণ ভারতের জনসংখ্যা হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই বিষয়ে উৎসাহ দিতে শনিবার নাইডু আরো বলেন এখন থেকে সন্তান সংখ্যা নির্বিশেষে সব প্রসূতি মাতৃত্বকালীন ছুটি পাবেন। এতদিন দুটি সন্তান জন্ম দেওয়া পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পাওয়া যেত।
দক্ষিণ ভারতের বর্তমান পরিস্থিতি :
নিম্ন উর্বরতা হার : অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা প্রতিস্থাপন-স্তরের উর্বরতা অর্জন করেছে । অন্ধ্রপ্রদেশ ২০০৪ সালে এবং কেরালা ১৯৮৮ সালে তা অর্জন করেছিল।
বয়স্ক জনসংখ্যা : কেরালার ৬০+ বছরের জনসংখ্যা ২০১১ সালে ১৩% থেকে বেড়ে ২০৩৬ সালের মধ্যে ২৩% হবে বলে আশা করা হয়েছে।
জনসংখ্যা বৃদ্ধি : ২০১১-২০৩৬ সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে দক্ষিনের রাজ্যগুলির অবদান মাত্র ৯% থাকবে।
অভিবাসনের প্রবণতা : কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের সাথে সাথে দক্ষিণের রাজ্যগুলি তাদের কর্মীদের ভারসাম্য বজায় রাখার জন্য উত্তর থেকে অভিবাসনের উপর ক্রমবর্ধমানভাবে নির্ভর করছে।
জনসংখ্যা হ্রাস সংক্রান্ত সমস্যা :
বয়স্ক কর্মী: তরুণ জনসংখ্যা হ্রাসের অর্থ কর্মক্ষম বয়সের লোক সংখ্যা কম, যার ফলে সম্ভাব্য শ্রম ঘাটতি এবং নির্ভরশীলতার অনুপাত বৃদ্ধি পাবে।
অর্থনৈতিক চাপ: বয়স্ক জনসংখ্যার বৃদ্ধি স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা ব্যয় বৃদ্ধি করবে, যা রাজ্যের বাজেটের উপর চাপ সৃষ্টি করবে, বিশেষ করে কেরালায়।
রাজনৈতিক প্রতিনিধিত্ব: দক্ষিনের রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধির ধীরগতি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের পরে সংসদে প্রতিনিধিত্ব হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, যা উত্তরপ্রদেশ এবং বিহারের মতো জনবহুল উত্তরের রাজ্যগুলিকে উপকৃত করতে পারে।
শ্রমবাজারের ভারসাম্যহীনতা: তরুণ কর্মীর সংখ্যা কম হলে শ্রম ঘাটতি দেখা দিতে পারে।
স্বাস্থ্যসেবার বোঝা: বয়স্ক জনসংখ্যার ক্রমবর্ধমান অংশ স্বাস্থ্যসেবা ব্যয় এবং বিশেষ চিকিৎসা পরিষেবার চাহিদা বৃদ্ধি করে ।
রবিবার নারী দিবসের একটি অনুষ্ঠানে আরো একটু এগিয়ে তেলেগু দেশম পার্টি দলের সংসদ আপ্পালা নাইডু ঘোষণা করেন তৃতীয় সন্তান হলেই হাতে তুলে দেবেন 50 হাজার টাকা। আরো বলেন পুত্র সন্তান হলে মিলবে একটি করে গরু। ইতিমধ্যেই সংসদের এই ঘোষনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।