
নিজেস্ব প্রতিনিধিঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। এবার সেই পরেশ কন্যাকেই কোচবিহারের জেলা সম্পাদক পদে নিযুক্ত করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
পদ পেয়ে খুশি অঙ্কিতা। তিনি বললেন, “লোকসভা নির্বাচনে বাবার সঙ্গে দলের প্রচারে বেরিয়েছিলাম। দল আমাকে ভরসা করে সম্পাদকের পদ দিয়েছে। সকলকে নিয়ে একসঙ্গে কাজ করব।”
তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সংবাদ মাধ্যমকে, লোকসভা ভোটের প্রচারে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অঙ্কিতা। দেলের শীর্য নেত়ৃত্বর নির্দেশে পরেশ কন্যাকে জেলা সম্পাদকের পদে নিযুক্ত করা হয়েছে।
অঙ্কিতাকে তৃণমূল পদে বসাতেই ফের কটাক্ষ বিজেপির। কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, “কে জানে, জেলা সম্পাদক পদের জন্য বাবার সুপারিশ রয়েছে কিনা!”
প্রসঙ্গত, ২০২২ সালের মে মাসে রাজ্যের তৎকালীন শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে দু’টি কিস্তিতে সমস্ত বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। অঙ্কিতার বিরুদ্ধে বাবার প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ ছিল।