
সুকান্ত চট্টোপাধ্যায়,শ্যামনগর: ২০২৩ সালের আগস্ট মাস থেকে বন্ধ রয়েছে শ্যামনগর অন্নপূর্ণা কটন মিল। ফলে কর্মহীন হয়ে রয়েছে এই মিলের প্রায় 500 শ্রমিক। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎই এই মিলের গেটে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যানার দেখতে পান শ্রমিকরা। ফলে নিজেদের কাজ চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। অবিলম্বে এই মিল চালু করার দাবিতে এবং ইন্ডাস্ট্রিয়াল পার্ক অন্যত্র করার দাবিতে বুধবার সকালে এই মিলের গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে CITU নেতৃত্ব। মিল চালু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে।