
ওঙ্কার ডেস্ক : গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুব্রতর জামিন মামলার শুনানি ছিল। শুনানি শেষে বীরভূমের তৃণমূল নেতার জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, ২০২২ সালের অগস্ট মাসের মাঝামাঝি সময় বীরভূমের নীচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। তাঁকে প্রথমে গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। তখন থেকে তিহাড়েই বন্দি অনুব্রত। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করেছিল।
তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে, না হলে জামিন বাতিল করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও ED-র মামলায় অনুব্রতর জামিনের আবেদন ঝুলে আছে দিল্লি হাইকোর্টে। এর ফলে, গরুপাচারকাণ্ডে CBI-মামলায় জামিন পেলেও, এখনই জেল-মুক্তি হচ্ছে না অনুব্রতর।